September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 1:08 pm

৪ দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে শুরু হওয়া এ অবরোধের ফলে সাতরাস্তা মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধকারীরা চার দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলো হলো—

১) ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা;

২) বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে বন্ধ করা;

৩) কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা;

৪) ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন, “এর আগে ছয় দফা দাবিতে আন্দোলন করতে হয়েছিল; সরকার সেগুলো মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। সেগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়ারদের করা অযৌক্তিক তিন দফা দাবিরও দ্রুত সমাধান প্রয়োজন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

 

এনএনবাংলা/