September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 5:40 pm

সিলেটে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের অবস্থান কর্মসূচি পালন

সিলেট অফিস:

বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবির প্রতিবাদ ও ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি আদায়ে সিলেটে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় চৌহাট্টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিলেট ও মৌলভীবাজারের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা বন্দরবাজারের কোর্ট পয়েন্টে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে আজকের অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির মধ্যে রয়েছে- সংরক্ষিত পদ, পদোন্নতির হার বৃদ্ধির দাবি, প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিংয়ের বিভাজন, জাতীয় মেধার অপচয় রোধ, আন্তর্জাতিক মান অনুযায়ী জনবল কাঠামো প্রণয়ন, কারিকুলাম আধুনিকায়ন এবং মেধাবৃত্তি বৃদ্ধি ও উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতকরণ।

অপর দিকে, বিএসসি প্রকৌশলীরা নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে নিয়োগ, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সকলের জন্য উন্মুক্তকরণ এবং ‘প্রকৌশলী’ উপাধি সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, ‘কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস এবং প্রকৌশল কর্মক্ষেত্রকেকুক্ষিগত করার ষড়যন্ত্র চলছে। ডিগ্রি প্রকৌশলীদের দাবিগুলো অযৌক্তিক এবং আমাদের পেশাগত অধিকার হরণ করতে পারে।’ তারা সরকারের কাছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং যৌক্তিক নীতি গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

অবস্থান চলাকালে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানারে তাদের দাবিসমূহ তুলে ধরেন।