টাঙ্গাইল প্রতিনিধি :
বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাবনা বাইপাস এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন শুরু করে তারা।
ঘন্টাব্যপী অবরোধে, মহাসড়কের দুই পাশে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে উভয় পাশে অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়।
এদিকে অবরোধ চলাকালে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।
আরও পড়ুন
আ.লীগের দলীয় কার্যালয়ের কথা বলে স্কুলের ভিতরে তিনতলা বিল্ডিং বাড়ি, শিক্ষার্থীদের ভোগান্তি
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা