জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগামি কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছেন জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের পরীক্ষার্থী ফরিদা আক্তার।
সোমবার বিকেলে কুলাউড়া-চান্দগ্রাম সওজ রাস্তার চালবন্দ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত কলেজছাত্রী ফরিদা আক্তার বড়লেখা উপজেলার পুর্ব-দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। জানা গেছে, পরীক্ষা শেষে ফরিদা আক্তার ছোটভাইয়ের মোটর সাইকেলের পেছনে বসে বাড়ি ফিরছিল। সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে সে মারাত্মক জখমপ্রাপ্ত হয়। লোকজন আহত কলেজছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যায় সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী টিএন খানম একাডেমি সরকারি ডিগ্রি কলেজের উপধ্যক্ষ ফরহাদ আহমেদ। জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, নিহত কলেজ ছাত্রীর পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। অনুমতি পাওয়ায় মঙ্গলবার বিকেলে স্বজনদের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
আ.লীগের দলীয় কার্যালয়ের কথা বলে স্কুলের ভিতরে তিনতলা বিল্ডিং বাড়ি, শিক্ষার্থীদের ভোগান্তি
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা