গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর নবগঠিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরানের সাথে সৌজন্য সাক্ষাতকার করেছে। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ কমিটির তালিকার কপি ইউএনও ও ওসির কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য যে, দীর্ঘ ৭/৮ বছর পর গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর স্বারক নং-মুক্তি/রংপুর/৬২/২৫ তাং-১২-৮-২০২৫ ইং মোতাবেক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনছার আলী ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. ফজলার রহমান স্বাক্ষরিত ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। কমিটির সদস্যবৃন্দ হলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম আহবায়ক, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মমতাজ আলী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ ও বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী। সাক্ষাতকালে ইউএনও মাহমুদ হাসান মৃধা ও ওসি আল এমরান দেশ ও জাতির কল্যাণে বীর মুক্তিযোদ্ধাবৃন্দের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। ইউএনও’র সাথে সাক্ষাতের সময় উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আ.লীগের দলীয় কার্যালয়ের কথা বলে স্কুলের ভিতরে তিনতলা বিল্ডিং বাড়ি, শিক্ষার্থীদের ভোগান্তি
টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ
টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা