September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 8:26 pm

পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা, জেদ্দায় আটক ক্যাপ্টেন মুনতাসির

 

পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করে সৌদি আরবের জেদ্দায় বিপাকে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বৈমানিক ক্যাপ্টেন মুনতাসির রহমান।

গতকাল মঙ্গলবার রাতে তিনি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দায় অবতরণের পর ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। পাসপোর্ট না থাকায় সৌদি ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন।

পরবর্তীতে আজ বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাপ্টেন মুনতাসিরকে বিমানবন্দর থেকে হোটেলে স্থানান্তর করা হয়। একই সঙ্গে সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্লাইট পরিচালনার সময় ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট ছাড়া দোহায় পৌঁছে আটকা পড়েন। তখন তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি এবং পরে অন্য একটি ফ্লাইটে দেশে ফিরে আসেন।

এ ছাড়া চলতি বছরের ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ঢাকা–লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করেন। এতে তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে আটক হন এবং পরবর্তীতে টিকিট কেটে দেশে ফেরত পাঠানো হয়।

এনএনবাংলা/