রাজধানীতে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ সাতটি রাজনৈতিক দল।
বাংলাদেশ খেলাফত মজলিস আসরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে। এ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক। একই দিন বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ করবে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব আহমদ আবদুল কাদের।
অন্যদিকে একই সময় ও একই স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় একই জায়গায় সমাবেশ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে মিছিল করবে।
এদিকে, সাতটি দল ভিন্ন ভিন্ন দফা পেশ করলেও মূল দাবিগুলো প্রায় অভিন্ন। কারও দাবি ৫ দফা, কারও ৬ বা ৭ দফা হলেও মূলত তারা সবাই জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
জাতীয় সংসদের উভয় কক্ষে (বা উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চালু করা।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা।
জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
এনএনবাংলা/
আরও পড়ুন
হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
কমলা গাউনে ঝড় তুললেন জয়া
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ