September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 1:01 pm

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিলল ১ হাজার ইয়াবা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে লুকানো এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাজু মোল্লা (৩২)।

এপিবিএনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস ১৪২ ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন রাজু। গোপন সংবাদের ভিত্তিতে বলাকা ভবনের উত্তর পাশে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে এক্স-রে করানো হলে তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তু শনাক্ত হয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রক্রিয়ায় ওই বস্তুগুলো বের করা হয়। প্রতিটি স্কচটেপ মোড়ানো প্যাকেট খুলে মোট এক হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএন জানায়, রাজু দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, “বিমানবন্দর এলাকায় যেকোনো চোরাচালান বা অবৈধ কার্যক্রম ঠেকাতে আমরা সর্বদা সতর্ক আছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে অপরাধ সংঘটন যেন না হয়, সে বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

 

এনএনবাংলা/