জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটারের আস্থা অর্জন করা আমাদের অন্যতম দায়িত্ব। এজন্য তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।”
তিনি আরও জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের কারণে কেউ পদচ্যুত হয়েছেন, আবার কেউ বহিষ্কৃত হয়েছেন। তারেক রহমান বলেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে দলের শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ জরুরি ছিল।
তারেক রহমান বলেন, “আমরা যেসব মানদণ্ড ক্ষমতাসীনদের কাছে দাবি করি, নিজেদের ক্ষেত্রেও একই মানদণ্ডে দাঁড় করাই। সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই বিএনপি প্রমাণ করেছে যে সততার ব্যাপারে দল আন্তরিক।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণের আস্থা পুনর্গঠনের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বিএনপি নতুনভাবে নিজেদের উপস্থাপন করছে। তরুণরা রাজনীতিকে শুধু ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না, বরং অংশগ্রহণমূলক গণতন্ত্র হিসেবে দেখতে চায়। এজন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল উদ্ভাবনসহ ৩১ দফা কর্মসূচি নিয়ে এগোচ্ছে বিএনপি।
বিএনপি নেতার মতে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আধুনিকায়নের পথে এগোচ্ছে দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, আর বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী সংগ্রামে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বিএনপি এখন শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও ভবিষ্যতমুখী বাংলাদেশ গড়ার পথে অঙ্গীকারবদ্ধ।
তারেক রহমান বলেন, “তরুণরা বাস্তব সুযোগ চায়, জনগণ চায় স্থিতিশীলতা আর বিশ্ব চায় বাংলাদেশকে একটি সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে। এই প্রত্যাশা পূরণে আমরা ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকব।”
এর আগে সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের আগে অক্টোবরের মাঝামাঝি থেকে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করবে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকটির সভাপতিত্ব করেন তারেক রহমান।
এনএনবাংলা/
আরও পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের জবানবন্দি দেবেন নাহিদ ইসলাম
পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা, জেদ্দায় আটক ক্যাপ্টেন মুনতাসির
জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান