জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুর্নঃঅর্থায়ন স্কিম এর আওতায় প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের রেস্ট ইন হোটেলের হল রুমে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এ সময় ৩৮ ব্যাংকের ম্যানেজার তাদের স্ব স্ব ব্যাংক থেকে ১ কোটি ৫৮ লাখ টাকা উদ্যোক্তাদের হাতে ৭% সুদে ঋণ তুলে দেন।
আরও পড়ুন
সিলেটের ৬১৮টি মন্ডপে চলছে দুর্গা পূজার প্রস্তুতি: শুরু ২৮ সেপ্টেম্বর
সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কা দিলে চালক নিহত ৮ জন আহত
ষড়যন্ত্র করে গণতন্ত্রকে সাময়িকভাবে বাঁধাগ্রস্ত করা যায়, কিন্ত দীর্ঘ মেয়াদের গণতন্ত্রেরই বিজয় হয়