Thursday, September 18th, 2025, 6:02 pm

র‌্যাব-১৩ এর অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রংপুর ব্যুরো:
র‌্যাব-১৩ এর অভিযানে অবৈধ বিদেশী পিস্তলসহ ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে (১৮ সেপ্টেম্বর) র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বুধবার ভোর সাড়ে ০৫ টার সময় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৯ নং আস্কারপুর ইউপির ০৪নং ওয়ার্ডের অন্তর্গত খানপুর সাকিনস্থ মৃত জাবেদ আলী’র ছেলে জনৈক মাহবুবর রহমান (৩৭) এর বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে অভিযান পরিচালনাকালে পলাতক আসামী মাহাবুবর রহমান এর ঘর তল্লাশী করে শোকেসের ভিতর হতে একটি কালো রঙের পলিথিনের ভিতর মোড়ানো ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ০২ টি ম্যাগাজিন যার একটি ম্যাগাজিনে লোড করা ০৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩৩.৪ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানাধীন লক্ষ্মীটারী ইউপির ৪নং ওয়ার্ডস্থ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের ব্যবহৃত সিএনজি তল্লাশীকালে ২০ কেজি গাঁজা এবং একটি সিএনজি জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ী আঃ বারিক মোঃ মুস্তাকিম, মোঃ রাকিবুল ইসলাম গ্রেফতার করতে সক্ষম হয়।
পৃথক অন্য একটি অভিযানে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ১৩.৪ কেজি গাঁজা এবং ট্রাকটি জব্দ সহ ০৩ জন মাদক ব্যবসায়ী মোঃ ওহিদুল বিশ্বাস ,মোঃ তরিকুল ইসলাম ,মোঃ সাবান আলী কে গ্রেফতার করতে সক্ষম হয়।