বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পিআর নিয়ে বিভিন্ন মহল আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। তবে গণতন্ত্র সুদৃঢ় করতে এ ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ বলেন, গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে কেউ পিআর চাইতেই পারে। কিন্তু এটিকে বাধ্যতামূলক করার মনোভাব অগণতান্ত্রিক। জনগণের ওপর চাপিয়ে দেয়া কোনো কিছুই গণতান্ত্রিক হতে পারে না।
তিনি আরও বলেন, জনগণ না চাইলেও তাদের নামে পিআর দাবি তোলা হচ্ছে, যা স্বৈরশাসনের পথ প্রশস্ত করার পাশাপাশি নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা হিসেবে কাজ করছে।
তার মতে, জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
টকশোতে কথার ফুলঝুড়ি: রুমিন ফারহানাকে ধানের শীষের যোগ্য মনে করেনি বিএনপি
খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জলবায়ু অর্থায়নের ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার দুর্নীতি: টিআইবি