September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 2:47 pm

এক বছরে কাঙ্ক্ষিত সাংগঠনিক শক্তি অর্জন সম্ভব হয়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রতিষ্ঠার এক বছর পরও দল সাংগঠনিকভাবে কাঙ্ক্ষিত শক্তি গড়ে তুলতে সক্ষম হয়নি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এনসিপির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং অচিরেই আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো আমরা এই নির্বাচনের দাবি তুলেছিলাম। ছাত্রদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে পারলেই গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

তবে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এনসিপি সমর্থিত ছাত্র প্যানেলের পরাজয়কে দুঃখজনক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম বিশ্ববিদ্যালয়গুলো থেকে নতুন ছাত্র নেতৃত্ব উঠে আসবে। কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যেসব প্যানেলকে আমরা সমর্থন করেছি, তারা আশানুরূপ ফলাফল করতে পারেনি। এর ফলে আমরাও আত্মসমালোচনা ও আত্মমূল্যায়নের মাধ্যমে বুঝতে চেষ্টা করছি—কেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি।”

তিনি আরও বলেন, গত এক বছরে দেশ নানা অস্থিরতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করেছে। গণ-অভ্যুত্থানের পর তার অনেক দায়ভার এনসিপির ওপর এসে পড়েছিল। এজন্য সাংগঠনিকভাবে আমাদের শক্তি বাড়ানোর ক্ষেত্রে কিছুটা ব্যর্থতা হয়েছে। তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে আর যেন একই ভুল না হয়, সে বিষয়ে আমরা সচেতন থাকব।

নাহিদ ইসলাম মনে করেন, তাদের সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে। তবুও ভবিষ্যতে তারা নতুন নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর ও উপজেলা-থানার সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

 

এনএনবাংলা/