September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 4:19 pm

৫০ লাখ প্রবাসীর ভোটের ব্যয় ৪০০ কোটি টাকা

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ লাখ প্রবাসী বাংলাদেশিকে ভোটার করার লক্ষ্য নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বের ৪০টি দেশের ১ কোটি ৪০ লাখ প্রবাসীর মধ্যে এই সংখ্যক ব্যক্তিকে ভোটদানের সুযোগ করে দিতে চায় তারা।

এই ৫০ লাখ প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে কত খরচ করতে হবে- এমন প্রশ্নের জবাবে ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীরা এবার অনলাইনে নিবন্ধন করে ভোট দেবেন। নিবন্ধনের জন্য তৈরি করা হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ। এজন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি টাকা।

এ ছাড়া ৫০ লাখ প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালটে ভোট নিতে ভোটার প্রতি ব্যয় ধরা হয়েছে ৭০০ টাকা। প্রতি লাখে ৭ কোটি হিসেবে মোট ৩৫০ কোটি টাকা। এই টাকা পোস্টাল ব্যালট পেপার প্রবাসীদের কাছে ডাকযোগে পাঠানো, আবার আনাসহ অন্যান্য কাজে ব্যয় হবে। ফলে প্রবাসী ভোটারদের ভোট গ্রহণের পুরো প্রক্রিয়া সারতে সব মিলিয়ে ব্যয় হচ্ছে ৪০০ কোটি টাকা।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিভিন্ন দেশে ঠিক কত সংখ্যক প্রবাসী রয়েছে তার সঠিক হিসাব নেই। প্রবাসীদের নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে আমরা কথা বলে জেনেছি ১ কোটি ৪০ লাখের মতো প্রবাসী রয়েছে। এদের মধ্যে অন্তত ৭০ শতাংশ বাংলাদেশির এনআইডি আছে। সেই হিসেবে ৫০ লাখের মতো ভোটারকে এবারের ভোটে পাবো বলে আশা করছি। যদিও পৃথিবীর বিভিন্ন দেশের নির্বাচনে প্রবাসী ভোটের হার ২০ থেকে ২২ শতাংশের মতো হয়।

উল্লেখ্য, যেসব প্রবাসী ভোটারের এনআইডি আছে তারাই কেবল এই সুযোগ পাবেন। কারণ এনআইডি ছাড়া নিবন্ধন করার সুযোগ থাকবে না।

এনএনবাংলা/