September 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 19th, 2025, 5:53 pm

ফিকি ও মাইন্ড ম্যাপারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 

দেশের পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ফিকি লিডারশিপ অ্যাকাডেমির আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মাইন্ড ম্যাপার বাংলাদেশ (এমএমবি)-এর সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে। খবর বাসস- এর।

গতকাল বৃহশপতিবার ফিকির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিকির পরিচালনা পর্ষদের সদস্য আলা উদ্দিন আহমদ এবং আইএসসিইএ এশিয়ার সিইও এবং মাইন্ড ম্যাপার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও লিড কোচ ইজাজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে মাইন্ড ম্যাপার বাংলাদেশ ফিকির নলেজ পার্টনার হিসেবে কাজ করবে। তারা চাকরির বাজারে দক্ষতার ঘাটতি পূরণে, ভবিষ্যৎ কেন্দ্রিক এবং চাহিদা সম্পন্ন বিষয়ে কাস্টমাইজড প্রশিক্ষণ ডিজাইন ও পরিচালনায় ভূমিকা রাখবে। যা বাংলাদেশের কর্মশক্তিকে দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে এগিয়ে যেতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আলা উদ্দিন আহমদ বলেন, ‘এই অংশীদারিত্ব ফিকিকে সমৃদ্ধ ও কাস্টমাইজড লার্নিং এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করবে। বিশেষজ্ঞ প্রশিক্ষকদের পাশাপাশি ফিকির সদস্য প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের অভিজ্ঞতা থেকেও বৃহত্তর কর্পোরেট এবং ব্যবসায়িক সম্প্রদায় উপকৃত হবে। বাংলাদেশের মানব সম্পদকে সমৃদ্ধ করতে বিশ্বব্যাপী বেস্ট প্র্যাক্টিস এবং দক্ষতার শক্তিকে কাজে লাগানোই ফিকির লক্ষ্য।’

ফিকি পরিচালনা পর্ষদের সদস্য রুবাবা দৌলা বলেন, ‘ফিকি লিডারশিপ একাডেমি বাংলাদেশে চাকরির বাজারে ভবিষ্যৎ নেতা তৈরির প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। এই উদ্যোগের মাধ্যমে আমরা দক্ষতার ঘাটতি পূরণ, উদ্ভাবনকে অনুপ্রাণিত করা এবং পেশাজীবীদেরকে দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক বিশ্বে সাফল্য অর্জনে সক্ষম করে তুলতে চাই।’

মাইন্ড ম্যাপার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও লিড কোচ ইজাজুর রহমান বলেন, ‘এই অংশীদারিত্ব আমাদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। এটি বাংলাদেশ এবং তার বাইরে পেশাদার এবং প্রতিষ্ঠানের জন্য সত্যিকার অর্থে প্রভাব তৈরি করতে সমন্বিত শক্তি। এই যাত্রায় অংশীদার হতে পেরে আমরাও আনন্দিত।’

অনুষ্ঠানে ফিকি ও মাইন্ড ম্যাপার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/