September 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 20th, 2025, 4:58 pm

নগরীতে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

যানজটমুক্ত খুলনা নগরী গড়ে তোলা, দখলমুক্ত ফুটপাত, অবৈধ ইজিবাইক ও অটো রিকশা বন্ধ করার দাবিতে শনিবার (২০সেপ্টম্বর) খুলনা মেট্রোপলিটনের সামনে মানববন্ধন করে গণতান্ত্রিক সুরক্ষা মঞ্চ, খুলনা।

এ সময় বক্তারা বলেন, ইজিবাইক এবং অটো রিকশা যেগুলোর লাইসেন্স নেই সেগুলো বন্ধ করতে হবে। যত্রতত্র এই গাড়িগুলো যাতে যে কোন জায়গায় স্ট্যান্ড না করতে পারে সে ব্যবস্থা করতে হবে । নিয়ন্ত্রিত ও সুশৃংখলভাবে যেন গাড়িগুলো চলাচল করতে পারে এবং যানজট মুক্ত শহর নিশ্চিত করতে হবে। লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠানগুলো টাকার বিনিময়ে লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে‌ এবং যথাযথভাবে সমন্বয় করে লাইসেন্স দিতে হবে।  লাইসেন্সবিহীন গাড়িগুলোর জন্য তীব্র যানজট দেখা দিচ্ছে এ সমস্যার সমাধান করতে হবে। হেলাতোলা রোড, ডাকবাংলা এবং রূপসাসহ অন্যান্য জায়গাগুলোতে গাড়ির জন্য চলাচলে বিঘ্নিত হচ্ছে সেগুলোর যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন শেখ আব্দুল হালিম, এডভোকেট মির্জা নুরুজ্জামান, মাহাবুব খোকন, এ্যাড. আ. মঈন খান, এড. মোঃ. আলমগীর হোসেন‌ খান, মো. জামাল মোড়ল, সর্দার আবু তাহের, কাজী মোতাহার রহমান বাবুসহ প্রমূখ ব্যক্তিগণ।

এই দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।