September 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 20th, 2025, 5:09 pm

কমলগঞ্জে টিভি এন্ড টিভি কাপ ফুটবল টুনার্মেন্টে ধলই ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন এর  সীমান্তবর্তী ধলই চা বাগান মাঠে মিডিয়ামবার টিভি এন্ড টিভি কাপ ফুটবল টুনার্মোন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সমাপনী খেলায় ধলই চা বাগান স্বাগতিক ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ধলই চা বাগান কেন্দ্রীয় মাঠে ধলই চা বাগান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজিত টুনার্মেন্টের ফাইনাল খেলায় স্বাগতিক ধলই চা বাগান ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ১-০ গোলে মদনমোহন চা বাগান একাদশ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি রাজকুমার কানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধলই চা বাগানের ব্যবস্থাপক মো. আজগর আলী।

শিক্ষক ডালিম রজকের সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী। বিশেষ অতিথি ছিলেন  মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, ইউপি সদস্য মোতাহের আলী, নারায়ণ রাজভর, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, সালাহউদ্দীন শুভ প্রমূখ। টুনার্মেন্টে মোট ৪৭ টি দল অংশ গ্রহণ করেছিল।