October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 5:49 pm

জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে রংপুর বিভাগীয় নাগরিক প্ল্যাটফর্ম গঠন

রংপুর প্রতিনিধি:

জাতীয় উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ এর উদ্যোগে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং (Functional Activism and CSO Initiatives for Non-discrimination and Gender Equality) (FACING) প্রকল্পের আওতায় রোববার ২১ সদস্য বিশিষ্ট রংপুর বিভাগীয় নাগরিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এই প্ল্যাটফর্ম জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক অংশগ্রহণকে আরও কার্যকর ও গতিশীল করে তুলবে। রংপুর রোটারি ক্লাবের হলরুমে

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন অপরাজিতা সদস্য মন্জশ্রী সাহ। প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা প্রদান করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ, জার্মানি, এবং আর্থিক সহযোগিতা করছে কানাডিয়ান হাই কমিশন ও সুইজারল্যান্ড দূতাবাস।

অনুষ্ঠানে ডেমক্রেসিওয়াচ-এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ বলেন, এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে সমাজের সকল স্তরের নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে এই প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন  সারথী সাহ নির্বাহী পরিচালক সোশ্যাল ইকুয়ালিটি ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট (সীড) রংপুর।

প্রকল্প সমন্বয়কারী ফিরোজ নুরুন নবী যুগল প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে একটি প্রেজেন্টেশন প্রদান করেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে যুব, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। প্ল্যাটফর্মটি নিয়মিত সভার মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তাবনা প্রদান করবে। নারীর অধিকার, সুযোগের সমতা এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈষম্য, যৌন হেনস্থা ও অসম সুযোগ বিষয়ে অভিযোগ ও আলোচনার জন্য একটি উন্মুক্ত পরিসর তৈরি করা হবে। বিভাগীয় আহ্বায়ক নির্বাচিত হয়েছে মন্জশ্রী সাহ রংপুর, সদস্য সচিব  নির্বাচিত হয়েছে আফরোজা শারমিন কনা (এডভোকেট) রংপুর এবং  ৩  জন যুগ্ম আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল দিনাজপুর, খলিলুর রহমান গাইবান্ধা, তাসনিম ফৌজিয়া ওপেল নীলফামারী নির্বাচিত হয়েছেন।

বিভাগীয় আহ্বায়ক মন্জশ্রী সাহ বলেন, এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সদস্যরা নাগরিক অধিকার, মানবাধিকার এবং এসডিজি ৫ ও ১৬ সম্পর্কে জ্ঞান অর্জন করে তা অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে ভাগ করে নেবেন।

অনুষ্ঠানে স্থানীয় সিভিল সোসাইটি সংগঠন (CSOs), নারী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয়, নীতি প্রস্তাবনা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।