টাঙ্গাইল প্রতিনিধি
জাতীয়তাবাদি মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস বলেছেন, জুলাই বিপ্লব আন্দোলনে মহিলা দলের গুরুত্বপুর্ন অংশগ্রহন ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোন দিন ছিলনা যে মহিলা দলের কর্মীরা মাঠে ছিল না। আগামীতে নির্বাচন বা দেশের যে কোন প্রয়োজনে ভুমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।
রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতা আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী মংগঠনের সাথে রাজপথের আন্দোলনে সক্রিয় ভুমিকা ছিল মহিলা দল।
তিনি আরো বলেন, তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরাও তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হচ্ছি। তিনি বলেন কতিপয় রাজনৈতিক দল পিআর এর কথা বলে মাঠে নামছে। এটা তাদের দ্বিচারিতা।
মহিলা দলের সভাপতি নীলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদি ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতান বিলকিস লতা প্রমুখ।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত