October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 21st, 2025, 5:57 pm

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশের মতো টাঙ্গাইলেও রোববার (২১ সেপ্টম্বর) মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসবের পুণ্যলগ্ন দেবীপক্ষ।

সকালে টাঙ্গাইল পৌর শহরের আদালত পাড়া পূজা সংসদ মন্দিরে মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহালয়া উদযাপন কমিটি টাঙ্গাইলের অয়োজনে ও জাতীয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় মহালয়া অনুষ্ঠান অনিুষ্ঠিত হয়।

চন্ডি পাঠের মধ্যদিয়ে শুরু হয় মহালয়ার  আনুষ্ঠানিকতা। চন্ডীপাঠের মধ্যমে মর্ত্যেলোকে দেবী দুর্গাকে জানানো হয় আহ্বান। এরপর সমবেত কন্ঠে গাওয়া হয় দেবী দুর্গার আগমনী সঙ্গীত। আগমনী সঙ্গীত শেষে অনুষ্ঠিত হয় আগমনী নৃত্য। শিল্পীদের অংশগ্রহনে আগমনী সঙ্গীত ও আগমনী নৃত্যের মাধ্যমে দেবী দুর্গাকে মত্যে আসার আহ্বান জানানো হয় ।

পরে অনুষ্ঠিত হয় মহিষাসুর মর্দিনী মঞ্চ নাটক।এই নাটকের মাধ্যমে শিল্পীরা ফুটেয়ে তোলেন অমরত্ব লাভের মধ্যদিয়ে স্বর্গলোকে মহিষাসুরের অত্যাচার, দেবী দূর্গার আভির্ভাব ও মহিষাসুর বধের কাহিনী।

সকল বয়সের বিপুল সংখ্যক নারী-পুরুষ মহালয়ার অনুষ্ঠান উপভোগ করেন। মহালয়া অনুষ্ঠানের পর পূজার্চ্চনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।