ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলের বেন্ত জবেইল শহরে ড্রোন হামলা চালিয়েছে। এতে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত দুজন আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন শিশু ও তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। এ হামলায় শিশুদের মা-ও আহত হয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রবিবার (২১ সেপ্টেম্বর) হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি নিশ্চিত করেছেন নিহত তিন শিশুর নাম—সেলিন, হাদি ও আসিল। তাদের বাবা-ও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন।
ইসরায়েল দাবি করেছে, এ অভিযানে হিজবুল্লাহর একজন সদস্য নিহত হয়েছে। তবে একই সঙ্গে বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনাও তারা স্বীকার করেছে। ইসরায়েল প্রায়ই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের যুক্তি, ইরান-সমর্থিত এই সংগঠনটি যাতে আবার সামরিক শক্তি গড়ে তুলতে না পারে। উল্লেখ্য, গত যুদ্ধেই হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের অনেকেই নিহত হন, যার মধ্যে দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহও ছিলেন।
এই হামলার পর ক্ষোভ প্রকাশ করে স্পিকার নাবিহ বেরি প্রশ্ন তোলেন, “লেবাননের শিশুরাই কি ইসরায়েলের জন্য অস্তিত্ব সংকট তৈরি করছে? নাকি বিনা জবাবদিহিতায় বেসামরিক মানুষ হত্যা করাই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য আসল হুমকি?”
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ ঘটনাকে “নতুন হত্যাযজ্ঞ” আখ্যা দিয়ে বলেন, “এটি একটি নৃশংস অপরাধ। দক্ষিণে নিজ গ্রামে ফিরে আসা মানুষদের ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানান।
লেবাননের শ্রমমন্ত্রী মোহাম্মদ হায়দার অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দক্ষিণাঞ্চলে ফিরে আসা সাধারণ মানুষকে নিশানা করছে। তার ভাষায়, “এই পরিকল্পনা সফল হবে না, কারণ দক্ষিণের মানুষের ইচ্ছাশক্তি অপরাধীর শক্তির চেয়ে অনেক বেশি।”
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ লেবাননের ভেতরে হিজবুল্লাহবিরোধী গোষ্ঠীগুলো সংগঠনটিকে নিরস্ত্রীকরণের জন্য চাপ অব্যাহত রেখেছে। চলতি মাসের শুরুতে লেবানন সেনাবাহিনীও সরকারকে একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনা উপস্থাপন করে। তবে হিজবুল্লাহ স্পষ্ট জানিয়েছে, ইসরায়েল যেহেতু হামলা চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করে রেখেছে, তাই তারা অস্ত্র পরিত্যাগ করবে না।
এনএনবাংলা/
আরও পড়ুন
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ