October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 3:13 pm

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। রোববার (২১ সেপ্টেম্বর) পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় জানান, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। খবর রয়টার্সের।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য দিক।

পাওলো রাঞ্জেল আরও জানান, পর্তুগাল দ্বি-রাষ্ট্রীয় সমাধানকেই একমাত্র টেকসই এবং ন্যায্য শান্তির পথ হিসেবে বিশ্বাস করে। তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, হামাস গাজা বা তার বাইরের কোনো অঞ্চলে নিয়ন্ত্রণ রাখতে পারবে না এবং সব জিম্মিকে মুক্তি দিতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ গাজার মানবিক বিপর্যয় দূর হওয়া নয়। তিনি গাজা উপত্যকায় চলমান দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ এবং পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানান।

ফিলিস্তিনের শীর্ষ নেতারা পর্তুগালের এই পদক্ষেপকে ‘মাইলস্টোন’ হিসেবে বর্ণনা করেছেন। ফাতাহের নেতা মোহাম্মদ শটাইয়ে বলেন, এটি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বড় কূটনৈতিক প্রচেষ্টার ফল। অন্য একজন শীর্ষ নেতা বলেন, এটি গাজাবাসীর অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের যুদ্ধ বন্ধে আহ্বান জানানো।

এদিকে, ফিলিস্তিনকে পশ্চিমা দেশগুলো স্বীকৃতি দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না” এবং যে দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাদের উদ্দেশ্যে যোগ করেন, “সন্ত্রাসবাদকে এত বড় পুরস্কার দেওয়া হচ্ছে, যা হতে দেওয়া হবে না।

 

এনএনবাংলা/