October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 6:05 pm

গাউছিয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের  বীমাদাবীর ১ কোটি ৫৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের গাউছিয়া অঞ্চলের বীমা গ্রাহকের ১ কোটি ৫৭ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২১ সেপ্টেম্বর )  সকালে  ঢাকার গাউছিয়ায় কোম্পানীর সার্ভিস সেল কার্যালয়ে  এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক  (উন্নয়ন) ও ইনচার্জ  আবুল কালাম শরীফের সভাপতিত্বে ব্যবসা  উন্নয়ন  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত  ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আবুল বাশার , আল আমিন একক বীমা প্রকল্পের জেএস জিএম মজিবর রহমান, আল আমিন একক বীমা প্রকল্পের জেইডি শাহ আলম  প্রমুখ।

ব্যবসা উন্নয়ন  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ১ কোটি ৫৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত  ব্যবস্থাপনা পরিচালক   বি এম শওকত আলী।