গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরের অটোরিকশা চালক রনিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। খবর বাসস- এর।
কারাগার থেকে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আবেদন মঞ্জুর করেন। গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের নূরজাহান রোডে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক রনি।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রনির মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গত ৩ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ মার্চ ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
‘মেড ইন বাংলাদেশ’ এখন মর্যাদার প্রতীক: সৈয়দা রিজওয়ানা
হাসিনাকে ‘১০০ কোটি ঘুষ’: ট্রান্সকম সিইও সিমিন রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
তারেক রহমান কেন আসছেন না, এ প্রশ্ন খুব অরুচিকর: আসিফ নজরুল