October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 22nd, 2025, 8:29 pm

যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগ অ্যাঞ্জেলিনা জোলির

 

নিজের দেশ যুক্তরাষ্ট্রকে আর চিনতে পারছেন না বলে মন্তব্য করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর তৈরি হওয়া হুমকির তীব্র সমালোচনা করে এ নিয়ে নিজের উদ্বেগের কথা জানান হলিউড তারকা।

স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের সর্বশেষ চলচ্চিত্র ‘ক্যুচুয়ার’-এর প্রদর্শনীর সময় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের সমালোচনার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ব্যবস্থা গ্রহণ ও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব চার্লি কার্কের হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্যের জন্য লেট-নাইট হোস্ট জিমি কিমেলের অনুষ্ঠান স্থগিত করার পর, মার্কিন যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে জোলি এ মন্তব্য করেন।

সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে এক সাংবাদিক যখন জোলিকে জিজ্ঞাসা করেন- তিনি কি যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ভয় পাচ্ছেন? উত্তরে জোলি বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি, তবে এই মুহূর্তে আমি আমার দেশকে চিনতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘যেকোনো স্থানে যা কিছু মানুষকে বিভক্ত করে, কিংবা ব্যক্তিগত মতপ্রকাশ ও স্বাধীনতাকে সীমিত করে, সেটি ভীষণ বিপজ্জনক। আমরা সবাই এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।’

৫০ বছর বয়সী এই বিশ্বখ্যাত অভিনেত্রী সান সেবাস্তিয়ানে এসেছিলেন তার নতুন ছবি ‘ক্যুচুয়ার’-এর প্রচারের জন্য। ফরাসি চলচ্চিত্র নির্মাতা অ্যালিস উইনোকুর পরিচালিত ছবিটি উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন শেল- এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।

এনএনবাংলা/