October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 1:34 pm

ফেব্রুয়ারির নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচন হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক।

সোমবার স্থানীয় সময় নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। বৈঠকে সার্জিও গর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাতে বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্যের বিস্তার।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে আশ্রয় নেওয়া এক মিলিয়নের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান। জবাবে মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ড. ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার সার্ককে পুনরুজ্জীবিত করতে নতুনভাবে উদ্যোগ নিয়েছে, যদিও সংস্থাটি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কোনো শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহী। তার মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, ভূ-অবরুদ্ধ নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘনিষ্ঠ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর হবে বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে তিনি সার্জিও গরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ও তার প্রতিনিধিদল পৌঁছান।

 

এনএনবাংলা/