October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 2:49 pm

নির্বাচনের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা: অর্থ উপদেষ্টা

নির্বাচনের সময় পুলিশের দায়িত্ব পালন সুবিধাজনক করার জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বিষয়ে কয়েকশ কোটি টাকার ব্যয় হবে বলে জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আজকের বৈঠকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচিত হয়েছে। নির্বাচনকালে পুলিশদের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। দ্রুত এই ক্যামেরাগুলো সংগ্রহ করতে হবে।”

যদিও তিনি খরচের সঠিক সংখ্যা উল্লেখ করতে পারেননি, তবে জানান, “এতে কয়েকশ কোটি টাকা ব্যয় হবে। আমরা এটি ইউএনডিপির মাধ্যমে সংগ্রহ করব।”

ইউএনডিপির মাধ্যমে কেন আনা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, “আমরা টিকা ইউনিসেফের মাধ্যমে আনি। কারণ সরাসরি টেন্ডারের মাধ্যমে আনলে মান ও মূল্যের বিষয় থাকে। ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দেবে, ফলে আমাদের কারও সঙ্গে নেগোসিয়েশন করতে হবে না।”

যারা ব্যয়ভার বহন করবে, তা জানতে চাইলে তিনি বলেন, “এই ৪০ হাজার বডি ক্যামেরার খরচ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় বহন করবে। এটি নির্বাচন খাতের বাজেট থেকে অর্থায়ন করা হবে। ক্যামেরাগুলো পুলিশকে দেওয়া হবে, নির্বাচন কমিশনকে নয়।”

 

এনএনবাংলা/