এক আফগান কিশোর কেবল কৌতূহলের কারণে বিমানবন্দরের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তান থেকে ভারতে পৌঁছেছে। সোমবার এই ঘটনা ঘটেছে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বেলা ১১:১০ মিনিটে আফগান বিমান পরিষেবা সংস্থা কেএএম এয়ারলাইন্সের কাবুল-নয়াদিল্লি ফ্লাইট (আর কিউ-৪৪০১) অবতরণ করে। পুরোপুরি থামার পর বিমানবন্দরের এক কর্মচারী ল্যান্ডিং গিয়ারে বসে থাকা কিশোরটিকে দেখতে পান এবং তাকে নিরাপদে নিয়ে আসেন।
১৩ বছর বয়সী এই ছেলেটি জানিয়েছে, তার বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে হলেও বর্তমানে সে কাবুলে থাকে। রোববার সকালের দিকে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সে ল্যান্ডিং গিয়ারের সংকীর্ণ স্থানে উঠে বসে।
ছেলেটি উল্লেখ করেছে, এটি কেবল কৌতূহলের জন্য করা, কিন্তু বিমান চলা শুরু হওয়ার পর নিচে লাফ দেওয়ার সাহস করতে পারেনি। কাবুল থেকে নয়াদিল্লির দূরত্ব বিমানপথে প্রায় দুই ঘণ্টা। এ সময়টিও সে ল্যান্ডিং গিয়ারে বসে কাটিয়েছে।
অবশেষে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরটিকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে কাবুলে ফেরত পাঠানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল অস্ট্রেলিয়া
ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি আরাগচির