October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 3:12 pm

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রিয় ‘শাপলা’ প্রতীকটি দলীয় প্রতীক হিসেবে পাবে না। নির্বাচন কমিশনের (ইসি) তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায়, দলকে বিকল্প প্রতীক বাছাই করতে হবে। এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আইন মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। সেই তালিকায় শাপলা প্রতীক নেই। আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্য থেকে প্রতীক নিতে হবে।

তিনি আরও জানান, ১১৫টি প্রতীক নিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকা সংশোধনের প্রক্রিয়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ভেটিংসহ আচরণবিধি এবং প্রতীক তালিকা অনুমোদিত হয়েছে। শাপলা প্রতীকের অনুপস্থিতিতে এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে, যা ইসি ও দলের সম্মতিতে চূড়ান্ত হবে।

এনসিপি ইতিমধ্যেই শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলার জন্য আবেদন করেছে। তবে তালিকায় না থাকায় ইসি তাদের বিকল্প প্রস্তাব পাঠানোর পরামর্শ দিয়েছে।

ইসি সচিব আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলছে এবং সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতিমধ্যেই এক ধাপ এগিয়েছে।

এছাড়া, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন ধারাবাহিক সংলাপ শুরু করবে, যেখানে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে সংলাপের সময়সূচি নির্ধারণ করা হবে।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, “আমরা বলেছি, আমাদের প্রতীক শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা। এই তিনটির মধ্যে থেকে প্রতীক নির্বাচন হওয়া চাই। যদি তা না হয়, আমরা আবার বিষয়টি সামনে আনব।

 

এনএনবাংলা/