টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে লাবিব গ্রুপের চেয়ারম্যান দানবীর খ্যাত সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে বাসাইল পৌরসভা ও বাসাইল সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা প্রায় এক হাজার মানুষের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়। সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম এসব ছাতা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ফুলকি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নূরুল ইসলাম, বিএনপি নেতা মফিজ উদ্দিন মেম্বার, আলম মিয়া প্রমুখ। এরআগে উপজেলার কাশিল ইউনিয়ন, ফুলকি, কাউলজানী, কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মাঝে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়।
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট