October 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 6:14 pm

নাটোর আ.লীগের পুনর্বাসের অভিযোগে পুতুলের বিরুদ্ধে  আপন ভাইয়ের সমর্থকদের বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে আওয়ামী-লীগের পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে তাঁর আপন ভাই ইয়াসির আরশাদ রাজনের  কর্মি ও সমর্থকরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর বাজারে এ বিক্ষোভ মিছিল করে তারা। এসময় বিক্ষোভ মিছিলে বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগের পুনর্বাসন চলবে নাসহ নানা স্লোগান দেন।

এরআগে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল তার পাশে আওয়ামীলীগ নেতাকে বসিয়ে একটি অনুষ্ঠানের বক্তব্যের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছবিতে দেখা গেছে, নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আক্তারকে পাশে বসিয়ে কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্যে দিচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নাটোর জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্য চলছে নানা সমালোচনার ঝড়। অনেকে তীব্র নিন্দা জানিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, লালপুরে বিভিন্ন ভাবে আওয়ামীলীগের দোসরদের পুনর্বাসনের চেষ্টা চলছে। একজন বিএনপির নেত্রী তার পাশে আওয়ামীলীগের দোসরদের বসিয়ে এ মাটিকে কলঙ্গিত করেছে। আমরা তার ধিক্কার জানাই। দীর্ঘ ১৬ বছর এ দোসরা আমাদের জামলা-মামলা দিয়ে নির্যাতন করেছে। তাদের আজ পাশে বসিয়ে মিটিং করছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুলকে একাধিকার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

তবে এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিষয়টি তার জানা নেই। জেনে বলতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির এই নেতা।

সুফি সান্টু