মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার সঙ্গে গর্ভাবস্থায় মায়েদের ওষুধ সেবনের সম্পর্ক আছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের শিগগির গর্ভাবস্থায় নারীদের ব্যথানাশক টাইলেনল (প্যারাসিটামল নামে পরিচিত) প্রেসক্রাইব না করার পরামর্শ দেওয়া হবে।
গতকাল সোমবার ট্রাম্প তার দাবিতে অটল থেকে বলেন, ‘এটা (টাইলেনল) খাওয়া ভালো নয়। শুধু বেশি জ্বরের ক্ষেত্রেই এটা সেবন করা যেতে পারে। অন্তঃসত্ত্বা নারীদের এটা সেবন না করার ক্ষেত্রে সচেতন থাকা দরকার, প্রয়োজনে তাদের এই বিষয়ে লড়াই করা উচিত।’
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, টাইলেনল বা ভ্যাকসিনের সঙ্গে অটিজমের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই।
বিবিসি বলছে, ট্রাম্পের এই দাবির বিরোধিতা করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। অনেকেই তার বক্তব্যকে বিপজ্জনক ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।
টাইলেনল যুক্তরাষ্ট্র, কানাডা ও আরও কিছু দেশে বহুল ব্যবহৃত একটি ব্যথানাশক ওষুধের ব্র্যান্ড। এর সক্রিয় উপাদান অ্যাসিটামিনোফেন, যা উত্তর আমেরিকার বাইরে প্যারাসিটামল নামে পরিচিত।
এনএনবাংলা/
আরও পড়ুন
আলোচিত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা আজ, ট্রাম্প কি পাবেন?
ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার