‘দিওয়ানা’ থেকে ‘ডানকি’-তিন দশকের বেশি বলিউডে অভিনয় করে আসছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখা পেলেন বলিউড বাদশাহ।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন শাহরুখ খান। তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এ সময় শাহরুখের পরনে ছিল আদ্যোপান্ত কালো বন্ধ-গলা শেরওয়ানি। চোখে রোদচশমা।
জানা গেছে, মঙ্গলবারই পোল্যান্ডে ‘কিং’- এর কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন বাদশাহ। অনুষ্ঠানে প্রবেশ করেই বন্ধু রানি মুখার্জির সঙ্গে কুশল বিনিময় করছেন, আবার সঞ্চালক যখন তাকে ‘কিং অব আর্টস’ সম্বোধন করে তখন তাকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন।
সমালোচকদের মতে, শাহরুখ খানের অভিনয়ে থাকে আবেগ, আন্তরিকতা, বুদ্ধিমত্তা ও নিজস্ব ক্যারিশমা। দর্শকের সঙ্গে তার সংযোগ কেবল চরিত্র দিয়ে নয়—তিনি হয়ে উঠেছেন এক অনুভব, এক অভ্যাস। ৩৩ বছরের এই দীর্ঘ যাত্রা শেষে জাতীয় স্বীকৃতি যেন তাঁর প্রতি সময়ের ঋণশোধ।
এনএনবাংলা/
আরও পড়ুন
রোমাঞ্চকর লড়াই শেষে হারের বেদনায় বাংলাদেশ
বলিউডের রানির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর