October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 3:45 pm

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে একটি বৈঠক করেন। এই আলোচনায় তারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বৈশ্বিক মানবিক সংকট নিয়ে বিস্তৃতভাবে মতবিনিময় করেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসায় উদ্যোগের সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সংকট — বিশেষত রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে গভীর আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন, যা শুধুমাত্র একটি নির্বাচন নয়, দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে। তিনি এটিকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন, যা গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।

প্রধান উপদেষ্টা প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসায় উদ্যোগে রূপান্তরিত করার নেতৃত্ব দিয়েছেন। তিনি ভবিষ্যতে অনুষ্ঠিত সকল অলিম্পিক, বিশেষত আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন।

মেয়র হিদালগো অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, “আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি। আপনি অসাধারণ কাজ করেছেন, এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”

দুই নেতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরে এক মিলিয়নের বেশি মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানানো হয়। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাসহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন।

অধ্যাপক ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার উদ্দেশ্য হলো বৈশ্বিক মনোযোগ পুনরুজ্জীবিত করা এবং একটি স্থায়ী সমাধান বের করা।

তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আন্তরিক আমন্ত্রণ জানান, যা দুই দেশের মধ্যে মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতা আরও দৃঢ় করবে। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/