October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 5:51 pm

বেরোবির মৌখিক পরীক্ষায় নেকাব বিতর্ক, দুঃখপ্রকাশ বিভাগের

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় নেকাব খুলতে বাধ্য করার ঘটনায় এবার বিভাগটি দুঃখপ্রকাশ করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়ার সাক্ষরিত এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৩/০৯/২০২৫ তারিখে ২য় বর্ষ ২য় সেমিস্টার মৌখিক পরীক্ষায় হিজাব ও নিকাব নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা বিভাগের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে পূর্বে এমন কোনো ঘটনার নজির নেই।

আরও বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে শিক্ষার্থীদের উপর কোনো প্রভাব যেন না পড়ে সে বিষয়ে বিভাগের সকলে সর্বোচ্চ সতর্ক থাকবেন।

জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিভাগটির ১৫তম আবর্তনের চূড়ান্ত ভাইভায় এক নারী শিক্ষার্থীকে বোর্ডে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বহিরাগত সদস্য নুরুল কাইয়ুম নেকাব খুলতে বলেন। এসময় শিক্ষার্থী অস্বীকৃতি জানালে, ভাইভা বোর্ডের আরেক সদস্য ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ইউসুফ তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে বোর্ডের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, তেমন কিছুই হয়নি। ওই শিক্ষার্থীকে নেকাব খুলতে বলা হয়েছিল, পরে না খোলায় এভাবেই ভাইভা নেওয়া হয়।

অন্যদিকে, ফেল করানোর হুমকির ব্যাপারে জানতে চাইলে সহকারী অধ্যাপক মো. ইউসুফ বলেন, এমন হুমকি আমি কাউকে দিইনি। আর মার্ক আমার হাতে না। আমি তো শুধুমাত্র সদস্য। মার্ক দেয় এক্সটার্নাল। বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বেশি, তাই আমাকে সব জায়গায় টেনে আনা হয়।