October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 5:54 pm

দাতা দেশ অষ্ট্রেলিয়া বোর্ড কর্তৃক গঙ্গাচড়ায় ওর্য়াল্ড ভিশনের কার্যক্রম পরিদর্শন ও হেল্থ বুট সেন্টার উদ্বোধন 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
দাতা দেশ অষ্ট্রেলিয়া বোর্ড কর্তৃক গঙ্গাচড়া উপজেলায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছে। এ সময় স্বাস্থ্যসেবার কাজ তরান্বিত করার লক্ষ্যে হেল্থ বুট সেন্টার উদ্বোধন করা হয়।
বুধবার উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর সামনে হেল্থ বুট সেন্টার এর যৌথভাবে উদ্বোধন করেন অষ্ট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশন বোর্ড, গঙ্গাচড়া উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া স্বাস্থ্য বিভাগ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং মিলভিক বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, দাতা দেশ ওয়ার্ল্ড ভিশন অষ্ট্রেলিয়া বোর্ডের চীফ অব রিটেইল এন্ড সাপোর্টার এক্সপ্রিয়েন্স ইলিসা লরেটো, চীফ অব স্টাফ ইলী মেকডনাল্ড, হেড অব সাপোর্টার এনগেজমেন্ট এন্ড কমিউনিটি পার্টনারসীপ জেনাইন ডেলী, বিসনেস এনালিস্ট, বিসনেস ট্রান্সফরমেসন লাউরেন থমসন, ওয়ার্ল্ড ভিশন বাংদেশের ডিপুটি ডিরেক্টর জেনী মিলড্রেড ডি ক্রশ, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার, মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান রাজু, মিলভিক বাংলাদেশের কান্ট্রিলিড এম হেল্থ মোহাম্মদ ইসাহাক, ওর্য়াল্ড ভিশনের কো অর্ডিনেটর ফিল্ড কমিউনিকেশন আলভী হোসাইন, গঙ্গাচড়ার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমসহ ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিশু ও যুব প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ এবং উপকারভোগী উপস্থিত ছিলেন ।
হেল্থ বুট সেন্টার উদ্বোধনের আগে দাদা দেশ অষ্ট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশন বোর্ডের প্রতিনিধিগণ গঙ্গাচড়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্তৃক বাস্তবায়িত লাইভলীহুড, স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক, শিক্ষা, শিশু সুরক্ষা ও উন্নয়ন প্রকল্পের বিভিন্ন চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং প্রকল্পের স্টেকহোল্ডার ও উপকারেভোগীদের সাথে শিশু উন্নয়ন বিষয়ে আলোচনা ও মতবিনিয়ম করেন।
কার্যক্রম পরিদর্শনকালে অষ্ট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশন বোর্ডের প্রতিনিধিগণ ১ জন স্পন্সর শিশুর মায়ের হাতে জীবন বীমা কাভারেজ হিসাবে বিশহাজার টাকার চেক হস্তান্তর করেন। এবং আরো ২ জন প্রতিবন্ধি স্পন্সর শিশু ও ২ জন হতদ্ররিদ্র পরিবারের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।