October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 6:17 pm

সাপাহারে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে প্রথমবারের মত সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে উক্ত সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, জামায়তে ইসলাম বাংলাদেশ মনোনীত নওগাঁ-১ আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী প্রমূখ।

এসময় শিক্ষানুরাগী নুরল হক মাস্টার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভিন, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতারসহ খতিব, ইমাম, পুরোহিত, চার্জ ইনচার্জ, বিভিন্ন ধর্মীও সংগঠক ও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সাপাহার মাঊন ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।