নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ১৮৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯০৬ রোগী চিকিৎসাধীন আছেন।
কন্ট্রোল রুমের তথ্য মতে,নতুন আক্রান্তের মধ্যে ঢাকায় ১৩২ জন ও ঢাকার বাইরে ৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী,গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৯১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে,চিকিৎসা শেষে ১৯ হাজার ৯২৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮২ জন মারা গেছেন।
২০১৯ সালে দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারি পরিসংখ্যান অনুসারে মশাবাহিত এ রোগে তখন ১৭৯ জন মারা যান।
আরও পড়ুন
ওবায়দুল কাদেরসহ ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি
রাজউকের প্লট দুর্নীতিঃশেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কী অভিযোগ নিয়ে দুদকে সারজিস-হাসনাত?