October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 24th, 2025, 6:53 pm

ভারতের লাদাখে বিজেপির সদর দপ্তরে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৪

 

অনশন ধর্মঘট এবং কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নেমে এসেছে ভারতের লাদাখ অঞ্চলের হাজার হাজার বিক্ষোভকারী। রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চারজন নিহত ও ডজনখানেক লোক আহত হয়েছে বলে রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে লেহ শহরে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। জনতা কর্মকর্তাদের ওপর পাথর ছুঁড়ে মারে এবং লাদাখ বিজেপির সদর দপ্তরে আগুন ধরিয়ে দেয়। সেই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পুলিশের গাড়ি। জবাবে পুলিশও কাঁদানে গ্যাসের শেল এবং লাঠিচার্জ করে।

গত দুই সপ্তাহ ধরে স্থানীয় জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক লাদাখকে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় অঞ্চলটিকে অন্তর্ভুক্ত করার দাবিতে অনশন করছেন।

গত তিন বছর ধরে সরাসরি কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে ক্রমবর্ধমান অস্থিরতা দেখা দিয়েছে। বাসিন্দারা বারবার তাদের জমি, সংস্কৃতি এবং সম্পদ রক্ষার জন্য রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবি জানাচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চল বানায় এবং এর স্বায়ত্তশাসন বাতিল করে সরাসরি নয়াদিল্লির অধীনে আনে।

এনএনবাংলা/