বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি শুধু বিএনপির নেতৃত্বই দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রাতেও নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডা. জাহিদ হোসেন। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। তিনি জানান, জনগণের কাছে সমাদৃত এবং দলীয় জরিপে যারা এগিয়ে থাকবেন, তারাই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
জুলাই সনদ স্বাক্ষর ১৫ অক্টোবর, নেতৃত্বে প্রধান উপদেষ্টা
দেশি-বিদেশি চক্রান্ত রুখে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান তারেক রহমানের
১৪০ আসনে প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ