October 27, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 2:22 pm

কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় লুৎফর রহমান রাইন (শিক্ষার্থী, নর্দান বিশ্ববিদ্যালয় আইন বিভাগ) মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন রাতে রাইন মোটরসাইকেল চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। মুহূর্তেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাইনের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে হলেও তিনি রাজধানীতে পরিবারের সঙ্গে থাকতেন।

এ দুর্ঘটনায় রাইনের সঙ্গে থাকা সজীব নামে আরেকজন গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বাবর আলী নিশ্চিত করেছেন।

 

এনএনবাংলা/