October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 2:59 pm

কুষ্টিয়ায় ৬ হত্যা : ইনুকে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনুকে আগামী ২৯ সেপ্টেম্বর (সোমবার) ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে সকালে ইনুর বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত গণহত্যায় সহযোগিতাসহ আটটি অভিযোগ এনে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। চার্জ দাখিলের পরই শুনানি শুরু হয়। শুনানিতে আটটি অভিযোগ উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহমেদ, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

শুনানি শেষে ইনুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন প্রসিকিউশন। একইসঙ্গে তাকে বিচারের মুখোমুখি করার আবেদনও করা হয়। পরে ট্রাইব্যুনাল ইনুকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দেয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

জুলাই-আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ছয়জন নিহত ও একাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেয় এবং তারই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

 

এনএনবাংলা/