ঢাকা মহানগর দায়রা জজ আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আসামিদের মধ্যে রয়েছেন—এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।
দুদকের উপপরিচালক তাহাসিন মোনাবিল হক তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, পরস্পরের যোগসাজশে তারা এএম ট্রেডিং নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলে এবং জাল নথি প্রস্তুত ও ব্যবহার করে। ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে আত্মসাৎ করে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৮ টাকা। পরে সাইফুল আলম এই অর্থ এস আলম সুপার এডিবল ওয়েলের স্বার্থে স্থানান্তর, পুনর্বিন্যাস বা রূপান্তর করেন, যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪০ কোটি টাকা।
এই কর্মকাণ্ড দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯, ১০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারার পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারার আওতাভুক্ত অপরাধ।
আবেদনে আরও বলা হয়, তদন্ত চলাকালে আসামিদের আটক করার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তারা বিদেশে পলাতক রয়েছেন। তাই তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
এনএনবাংলা/
আরও পড়ুন
সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান মারা গেছেন
শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১