October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 6:11 pm

ডামুড্যা আইনশৃংখলা মাসিক সভা অনুষ্ঠিত ।

ডামুড্যা (শরীয়তপুর) :

ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমেটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বেগম সেতুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,

ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজের প্রভাষক পরিমল কৃষ্ণ পাল, ডামুড্যা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুকণ্ঠ ভক্ত, ডামুড্য হামিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু বক্কার সিদ্দিক, ডামুড্যা পৌরসভার সচিব রাকিবুল ইসলাম, উপজেলা প্রশাসনের দপ্তরের প্রধানগন, উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ উজ্জল শিকদার, উপজেলা জামাতের জেলা সূরা সদস্য মাওলানা ইলিয়াস হোসেন কাজী, ডামুড্যা উপজেলা পূজা উদযাপন কমিটি সদস্য গোবিন্দ চন্দ্র সাহা, উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ প্রমুখ।