October 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 6:16 pm

মুরাদনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0025,0.0000; brp_del_sen:0.1000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

মুরাদনগরে শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি জন্য অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাক নির্বাচনী ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সমাবেশ হয়।  প্রধান শিক্ষক  মোঃ মাহবুবুর আলম সেলিম সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া, সহকারী সিনিয়র শিক্ষক মোঃ মোবারক হোসেন, মোঃ ওবায়দুল্লাহ, মোঃ শাহানুর আলম খান, অভিভাবক মোঃ কাউছার আলম, মোঃ ছাত্তার, মোঃ দুলাল মিয়া ও পল্লী চিকিৎসক মোঃ রনি প্রমুখ।

প্রধান অতিথি সফিকুল ইসলাম ভূইয়া বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্র ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়ীত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বানধানে তাদেী মেদা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।