যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে কিছু বিড়ম্বনায় পড়ার পর নাশকতার অভিযোগ তুলে সেগুলোর তদন্ত দাবি করেছেন।
সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি ও ফার্স্ট লেডি ম্যানিলা ট্রাম্প একটি এসকেলেটরে ওঠার পর হঠাৎ করেই সেটি থেমে যায়, তিনি বক্তব্য রাখার সময় একটি টেলিপ্রম্পটারে সমস্যা দেখা দেয় আর এরপর অডিটোরিয়ামের অডিও বন্ধ হয়ে যায়।
বিবিসি জানায়, ট্রুথ সোশ্যালে ট্রাম্প এসব ঘটনার সমালোচনা করেন। তিনি জানান, এসব ঘটনা নিয়ে অবিলম্বে তদন্ত শুরুর দাবি জানিয়ে তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবর একটি চিঠি পাঠাচ্ছেন।
বুধবার নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, গতকাল জাতিসংঘে সত্যি ‘অপমানজনক’ ঘটনা ঘটেছে- একটা নয়, দুইটা নয়, তিন তিনটা অত্যন্ত অশুভ ঘটনা!
ট্রাম্প আরও লিখেছেন, এটা কাকতালীয় নয়, জাতিসংঘে তিনটি নাশকতার ঘটনা ছিল এটি। তাদের নিজেদের নিয়ে লজ্জিত হওয়া উচিত।
তিনি এসকেলেটর থেমে যাওয়ার জন্য দায়ীদের গ্রেপ্তারের আহ্বান জানান। টাইমসে প্রকাশিত একটি নিবন্ধের তথ্য উল্লেখ করে ট্রাম্প বলেন যে, এসকেলেটর বন্ধ হয়ে যাওয়া নিয়ে জাতিসংঘের কর্মীরা মস্কারা করেছে।
এদিকে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, অডিও সিস্টেমটি অনূদিত বক্তৃতা ইয়ারফোনের মাধ্যমে শোনার জন্য নকশা করে তৈরি করা।
এনএনবাংলা/
আরও পড়ুন
কেউ কিছু জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে: আমীর খসরু
তহবিল ঘাটতিতে ১৪ হাজার শান্তিরক্ষী কমাতে যাচ্ছে জাতিসংঘ
মতামত সমন্বয় করে সরকারকে জানাবে জাতীয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ