October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 8:27 pm

পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

 

পাকিস্তানকে সেমিফাইনালে ২-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই দুই গোলের লিড নেয় বাংলাদেশের ছেলেরা। সেই গোল আর পরিশোধ করতে পারেনি পাকিস্তান। খবর বাসস- এর।

শ্রীলংকায় কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানের গোলরক্ষক সামার রাজ্জাক সতীর্থকে বল দেওয়ার সময় কেড়ে নেন বাংলাদেশের ফরোয়ার্ড অপু রহমান। তার পাসেই নাজমুল ডান পায়ের প্লেসিং শটে সামারকে পরাস্ত করেন।

পরের মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অপু। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পাকিস্তানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।

ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পাকিস্তান আর লড়াইয়ে ফিরতে পারেনি। এর মাধ্যমে বাংলাদেশ অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করলো। এখনও পর্যন্ত টুর্নামেন্টে কোন গোল হজম করেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলংকাকে ৪-০ গোলের একই ব্যবধানে পরাজিত করে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে নেপালকে ৪-০ গোলে ও মালদ্বীপকে ৫-২ ব্যবধানে পরাজিত করে। যদিও শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে গ্রুপ-বি’র রানার্স-আপ হিসেবে শেষ চারের টিকেট পায়।

আজ রাতে আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। এই ম্যাচের বিজয়ী দলের সাথে আগামী ২৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।

এনএনবাংলা/