October 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 25th, 2025, 9:16 pm

১৪ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ

 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলো দুই সপ্তাহের ছুটিতে যাচ্ছে।

আগামী সপ্তাহের রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরুর কথা থাকলেও তার আগে সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার পড়েছে। সেজন্য বৃহস্পতিবারই ছুটির আগে সবশেষ ক্লাস-পরীক্ষা হয়েছে।

এবারের পূজায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১০ দিন বন্ধ থাকবে। আর দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে ১৪ দিন। তবে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি তুলনামূলক কম থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

ছুটির এই তালিকায় শারদীয় দুর্গোৎসব ছাড়াও সাথে যোগ হয়েছে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজার ছুটি।

এনএনবাংলা/