গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে দগ্ধ দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আল আমিনের মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আল আমিন হোসেন বাবুর সহকর্মী মো. আনোয়ার হোসেন বলেন, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের পাশের একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তাদের পাশের হার্ডওয়্যার ও রঙের দোকানের গোডাউনটিও ঝুঁকির মুখে পড়ে। গোডাউন থেকে মালামাল উদ্ধার করতে গিয়েই আল আমিন আগুনে দগ্ধ হন। তিনি কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা ছিলেন এবং টঙ্গী রেলওয়ে কলোনিতে থাকতেন।
এর আগে মর্মান্তিক এ ঘটনায় আগুন নেভানোর সময় টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল