বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির সাতটি বাস জব্দ করে ডাম্পিংয়ে পাঠিয়েছে।
ফিটনেসবিহীন গাড়ি ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গতকাল বৃহস্পতিবার বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের নির্দেশনায় ও ডিএমপি ট্রাফিক বিভাগের সহযোগিতায় বিশেষ এ অভিযান পরিচালনা করে এসব গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়।
ডাম্পিংয়ে পাঠানো সাতটি বাসের মধ্যে রয়েছে—ঢাকা মেট্রো ব ১৩-১০৭৫ (এলিভেটেড এক্সপ্রেসওয়ে), ঢাকা মেট্রো ব ১৩-০৬৩৮ (ওয়েলকাম পরিবহন), ঢাকা মেট্রো ব ১৫-৪০৬৬ (ট্রান্সসিলভা পরিবহন), ঢাকা মেট্রো ব ১১-৯০৭৯ (ভিআইপি পরিবহন), ঢাকা মেট্রো ব ১৫-৩৫২১ (প্রজাপতি পরিবহন), ঢাকা মেট্রো ব ১২-০০৪০ (গাবতলি এক্সপ্রেস), ঢাকা মেট্রো ব ১৫-৬৫৩৯ (রাজধানী পরিবহন)।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে সাতটি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিটনেস বিহীন ও ভাঙাচোড়া গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। কালো ধোয়া বের হয় এমন গাড়িও চলতে দেওয়া হবে না।
এনএনবাংলা/
আরও পড়ুন
ঢাকায় ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ১০ কোটি ডলার দেবে এডিবি